বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
শিরোনাম: 
ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি
পাঠ 
ও পাঠভেদ: 
ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি
আমার সত্যরূপ প্রথম করেছ সৃষ্টি॥
তোমায় প্রণাম, তোমায় প্রণাম,
তোমায় প্রণাম শতবার॥
আমি তরুণ অরুণলেখা,
আমি বিমল জ্যোতির রেখা,
আমি নবীন শ্যামল মেঘে
প্রথম প্রসাদবৃষ্টি।
তোমায় প্রণাম, তোমায় প্রণাম,
তোমায় প্রণাম শতবার॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
		ক. রচনাকাল ও স্থান: 
		রবীন্দ্রনাথ চণ্ডালিকা নাটক উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন। এই নাটকটি 
		প্রকাশিত হয়েছিল ১৩৪০ বঙ্গাব্দের ভাদ্র মাসে। ধারণা করা হয়, এই গানটি  
		এই নাটকটি প্রকাশের কিছু আগে লিখেছিলেন। এই বিচারে বলা যায়, গানটি 
		রবীন্দ্রনাথে ৭২ বৎসর বয়সের রচনা। 
 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
গীতবিতান-এর প্রেম (প্রেম বৈচিত্র্য-৬৯)পর্যায়ের ৯৭ সংখ্যক গান।
 চণ্ডালিকা
		
		
চণ্ডালিকা নাটক (ভাদ্র, ১৩৪০ বঙ্গাব্দ), প্রকৃতির গান। [রবীন্দ্ররচনাবলী, ত্রয়োবিংশ খণ্ড, বিশ্বভারতী। (পৌষ ১৩৯৫ বঙ্গাব্দ)]।
স্বরবিতান ষট্পঞ্চাশত্তম (৫৬) খণ্ডের (চৈত্র ১৪১৪) ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা : ৪৩-৪৪।
রাগ: পিলু। অঙ্গ: কীর্তন। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪১]