বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ওগো শান্ত পাষাণমুরতি
সুন্দরী,
পাঠ ও পাঠভেদ:
ওগো শান্ত পাষাণমুরতি সুন্দরী,
চঞ্চলেরে হৃদয়তলে লও বরি॥
কুঞ্জবনে এসো একা, নয়নে অশ্রু দিক্ দেখা-
অরুণ রাগে হোক রঞ্জিত বিকশিত বেদনার মঞ্জরী॥
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩৪০
বঙ্গাব্দ।
রবীন্দ্রনাথের
৭২
বৎসর বয়সের
রচনা।
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী : স্বরবিতান দ্বাদশ (১২, তাসের দেশ) খণ্ডের (পৌষ ১৪১২) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ ছন্দে 'কাহারবা' তালে নিবদ্ধ।
রাগ : মিশ্র কালাংড়া। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৭]
রাগ: কালেংড়া, ভৈরবী। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৬।]
গ্রহস্বর-মা। লয়- মধ্য।