বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
তোমার পায়ের তলায় যেন গো রঙ
লাগে
পাঠ ও পাঠভেদ:
তোমার পায়ের তলায় যেন গো রঙ লাগে-
আমার মনের বনের ফুলের রাঙা রাগে॥
যেন আমার গানের তানে
তোমায় ভূষণ পরাই কানে,
যেন রক্তমণির হার গেঁথে দিই প্রাণের অনুরাগে॥
পাণ্ডুলিপির
পাঠ: পাণ্ডুলিপি: [96 (iv)
নমুনা]
[পাণ্ডুলিপি
RBVBMS_101 (iii)]
[নমুনা]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩৪০ বঙ্গাব্দ। রবীন্দ্রনাথের ৭২ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতান-এর প্রেম (প্রেম বৈচিত্র্য-৭২) পর্যায়ের ৯৯ সংখ্যক গান।
তাসের দেশ (ভাদ্র ১৩৪০)। চতুর্থ দৃশ্য, রুইতনের গান। রবীন্দ্ররচনাবলী ২৩ খণ্ড। পৃষ্ঠা : ১৮২-৮৩।
স্বরবিতান দ্বাদশ (১২, তাসের দেশ) খণ্ডের (পৌষ ১৪১২) গান। বাণী অংশ : পৃষ্ঠা ৩৩। স্বরলিপি অংশ : ৮০-৮১।
স্বরলিপি:
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ।
সুর ও তাল:
স্বরবিতান দ্বাদশ (১২, তাসের দেশ) খণ্ডে (পৌষ ১৪১২) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ :
বাহার।
তাল : দাদরা [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।
পৃষ্ঠা: ৫৬]
[তিলক কামোদ রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ : বাহার। তাল : দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ৯৯।