বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ভোর থেকে আজ
বাদল ছুটেছে- আয় গো আয়।
পাঠ
ও পাঠভেদ:
ভোর থেকে আজ বাদল ছুটেছে- আয় গো আয়।
কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়॥
ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট-
ওগো ঘাটে আয়, নিয়ে আয় ঘট-
পথের দু ধারে শাখে শাখে আজি পাখিরা গায়॥
তপন-আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা,
খঞ্জন-দুটি আলস্যভরে ছেড়েছে খেলা।
কলস পাকড়ি আঁকড়িয়া বুকে
ভরা জলে তোরা ভেসে যাবি সুখে
তিমিরনিবিড় ঘনঘোরে ঘুমে স্বপনপ্রায়- আয় গো আয়॥
মেঘ ছুটে গেল, নাই গো বাদল- আয় গো আয়।
আজিকে সকালে শিথিল কোমল বহিছে বায়- আয় গো আয়।
এ ঘাট হইতে ও ঘাটে তাহার
কথা বলাবলি নাহি চলে আর,
একাকার হল তীরে আর নীরে তাল-তলায়- আয় গো আয়॥
পাণ্ডুলিপির পাঠ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
২৭
জ্যৈষ্ঠ
১৩০৭ বঙ্গাব্দ, শিলাইদহ।
গানটি
রবীন্দ্রনাথের ৩৯ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
ক্ষণিকা, মেঘমুক্ত। রবীন্দ্র-রচনাবলী সপ্তমখন্ড, বিশ্বভারতী (শ্রাবণ ১৩৯৩ বঙ্গাব্দ), পৃষ্ঠা-২২০-২২।
গীতবিতানের প্রকৃতি (উপ-বিভাগ : বর্ষা-৮২) পর্যায়ের ১০৭ সংখ্যক গান।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: গানটির স্বরলিপি পাওয়া যায় নি।