বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজি বরিষনমুখরিত
শ্রাবণরাতি
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রকৃতি (উপ-বিভাগ : বর্ষা-৯৩) পর্যায়ের ১১৮ সংখ্যক গান।
আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি,
স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি॥
আজি কোন্ ভুলে ভুলি আঁধার ঘরেতে রাখি দুয়ার খুলি,
মনে হয় বুঝি আসিছে সে মোর দুখরজনীর সাথি॥
আসিছে সে ধারাজলে সুর লাগায়ে,
নীপবনে পুলক জাগায়ে।
যদিও বা নাহি আসে তবু বৃথা আশ্বাসে
ধূলি-’পরে রাখিব রে মিলন-আসনখানি পাতি॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ২১ শ্রাবণ ১৩৪২ বঙ্গাব্দ, শান্তিনিকেতন। গানটি রবীন্দ্রনাথের ৭৪ বৎসর ৪ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
শান্তিদেব ঘোষ [সংগীতবিজ্ঞান প্রবেশিকা ভাদ্র ১৩৪৩ বঙ্গাব্দ সংখ্যায় (পৃষ্ঠা ২১৭-২১৯)
শৈলজারঞ্জন মজুমদার। [সংগীতবিজ্ঞান প্রবেশিকা বৈশাখ ১৩৫০ বঙ্গাব্দ সংখ্যা]
সুর ও তাল:
স্বরবিতান চতুঃপঞ্চাশত্তম (৫৪) খণ্ডে (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। গানটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
রাগ: পঞ্চম। তাল: কাহারবা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।
গ্রহস্বর: ধা।
লয়: মধ্য।