বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যায় দিন,
শ্রাবণদিন যায়।
পাঠ ও পাঠভেদ:
যায় দিন, শ্রাবণদিন যায়।
আঁধারিল মন মোর আশঙ্কায়,
মিলনের বৃথা প্রত্যাশায় মায়াবিনী এই সন্ধ্যা ছলিছে॥
আসন্ন নির্জন রাতি, হায়, মম পথ-চাওয়া বাতি
ব্যাকুলিছে শূন্যেরে কোন্ প্রশ্নে॥
দিকে দিকে কোথাও নাহি সাড়া,
ফিরে খ্যাপা হাওয়া গৃহছাড়া।
নিবিড়-তমিস্র-বিলুপ্ত-আশা ব্যথিতা যামিনী খোঁজে ভাষা-
বৃষ্টিমুখরিত
মর্মরছন্দে, সিক্ত মালতীগন্ধে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি Ms.191-এ এই গানটি পাওয়া যায়। [পাণ্ডুলিপি]
পাঠভেদ: গানটি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত গীতবিতান বিরল প্রচার সংস্করণের দ্বিতীয় খন্ডে (ভাদ্র ১৩৪৬ বঙ্গাব্দ) প্রথম প্রকাশিত হয়।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ৯ই ভাদ্র ১৩৪৫ বঙ্গাব্দ,শান্তিনিকেতন। গানটি রবীন্দ্রনাথের ৭৭ বৎসর ৫ মাস বয়সের রচনা।
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের
কালানুক্রম:
রাগ : খাম্বাজ। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৫।
রাগ : খাম্বাজ। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩০।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: র্সা।
লয়: মধ্য।