বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
মন মোর মেঘের
সঙ্গী
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
মন মোর মেঘের
সঙ্গী,
উড়ে চলে
দিগ্দিগন্তের পানে
নিঃসীম শূন্যে
শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম
রিমিঝিম রিমিঝিম॥
মন
মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে।
ঝঞ্ঝনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে।
কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী
ডাক
দেয় প্রলয়-আহ্বানে॥
বায়ু বহে
পূর্বসমুদ্র
হতে
উচ্ছল ছলো-ছলো
তটিনীতরঙ্গে।
মন
মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল-তমাল-অরণ্যে
ক্ষুব্ধ শাখার আন্দোলনে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
[Ms. 191
পাণ্ডুলিপি] [পাণ্ডুলিপি]
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান:
৮ই
অগাস্ট ১৯৩৮
খ্রিষ্টাব্দ,শান্তিনিকেতন।
গানটি
রবীন্দ্রনাথের
৭৭ বৎসর ৪ মাস বয়সের
রচনা। -
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
গীতবিতানের প্রকৃতি
(উপ-বিভাগ :
বর্ষা-৯৭) পর্যায়ের ১২২ সংখ্যক গান।
-
স্বরবিতান
ত্রিপঞ্চাশত্তম
(৫৩)
খণ্ডের
(জ্যৈষ্ঠ ১৪১৩ বঙ্গাব্দ)
দ্বিতীয় গান। পৃষ্ঠা ৭-৯।
- পত্রিকা:
সংগীতবিজ্ঞান প্রবেশিকা (শ্রাবণ ১৩৫১
বঙ্গাব্দ)।
শৈলজারঞ্জন
মজুমদার-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি
কার:
শৈলজারঞ্জন মজুমদার।
-
সুর ও তাল:
-
স্বরবিতান
ত্রিপঞ্চাশত্তম
(৫৩) খণ্ডে (জ্যৈষ্ঠ ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। গানটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
-
রাগ:
মল্লার। তাল: কাহারবা
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] । পৃষ্ঠা: ৭২।
-
রাগ:
গৌড়মল্লার (জ্ঞ)।
তাল:
কাহারবা
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা:
১২৫।
-
গ্রহস্বর:
সা।
-
লয়:
মধ্য।