বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
মোর ভাবনারে
কী হাওয়ায় মাতালো
পাঠ ও পাঠভেদ:
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে॥
তাহারে দেখি না যে দেখি না,
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা।
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলো কেশ আকাশে।
সে যে মন মোর দিল আকুলি
জল-ভেজা কেতকীর দূর সুবাসে॥
পাণ্ডুলিপির পাঠ: [Ms. 191 পাণ্ডুলিপি]
পাঠভেদ
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৭ ভাদ্র ১৩৪৬ (২৯ আগষ্ট ১৯৩৯)। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৭৮ বৎসর ৪ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতান-এর প্রকৃতি (উপ-বিভাগ : বর্ষা-৯৮) পর্যায়ের ১২৩ সংখ্যক গান।
গীতমালিকা প্রথম খণ্ড (১৩৩৩) ।
প্রবাহিণী (অগ্রহায়ণ ১৩৩২)।
শান্তিনিকেতন পত্রিকা (চৈত্র ১৩৩০)। অনাদিকুমার দস্তিদার-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান অষ্টপঞ্চাশত্তম (৫৮) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩) দ্বিতীয় গান। পৃষ্ঠা ৯-১১।