আমার প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে, হায় হায়!
বৃষ্টিসজল বিষণ্ণ নিশ্বাসে, হায়॥
আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে
সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে,
সন্ধ্যাদীপের লুপ্ত আলো স্মরণে তার আসে, হায়॥
বারি-ঝরা বনের গন্ধ নিয়া
পরশ-হারা বরণমালা গাঁথে আমার প্রিয়া।
আমার প্রিয়া ঘন শ্রাবণধারায়
আকাশ ছেয়ে মনের কথা হারায়।
আমার প্রিয়ার আঁচল দোলে
নিবিড় বনের শ্যামল উচ্ছ্বাসে, হায়॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms.191।
BMSF.107।
পাঠভেদ: গানটির স্বতন্ত্র কাব্যরূপ রয়েছে; 'সানাই' কাব্যগ্রন্থে যেটি 'ছায়াছবি' শিরোনামে প্রকাশিত হয়।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
৮ই ভাদ্র ১৩৪৫ বঙ্গাব্দ (২৫শে
অগাস্ট ১৯৩৮
খ্রিষ্টাব্দ), শান্তিনিকেতন।
গানটি
রবীন্দ্রনাথের
৭৭ বৎসর ৫ মাস বয়সের
রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৪৮ বঙ্গাব্দ)।
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রকৃতি (উপ-বিভাগ : বর্ষা-৯৯) পর্যায়ের ১২৪ সংখ্যক গান।
সানাই, ছায়াছবি (১৩৪৫ বঙ্গাব্দ)।
স্বরবিতান অষ্টপঞ্চাশত্তম (৫৮) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩ বঙ্গাব্দ) পঞ্চম গান। পৃষ্ঠা ২০-২৩।
স্বরবিতান অষ্টপঞ্চাশত্তম (৫৮) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
রাগ: মল্লার। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯১৩)। পৃষ্ঠা : ৩০]।
রাগ: সাহানা, সিন্ধু, খাম্বাজ। তাল: একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ৫৭।]
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।