বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
বাদল-দিনের প্রথম কদম ফুল
পাঠ ও পাঠভেদ:
১২৬
বাদল-দিনের প্রথম কদম ফুল
করেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণের গান॥
মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে
এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান॥
আজ এনে দিলে, হয়তো দিবে না কাল—
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।
এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব
বিস্মৃতিস্রোতের প্লাবনে
ফিরিয়া ফিরিয়া
আসিবে তরণী বহি তব সম্মান॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের কয়েকটি পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায়। এগুলো হলো-
MS.N 199 (নতুন গান)
MSF-107
[নমুনা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতান
বিরলপ্রচার দ্বিতীয় খণ্ড (ভাদ্র ১৩৪৬)
দ্বিতীয় খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রকৃতি: ১২৬। উপবিভাগ: বর্ষা ১০১।
সানাই (কবিতা হিসেবে পুনর্লিখিত)
বিশ্বভারতী (আষাঢ় ১৩৪৭)
রবীন্দ্ররচনাবলী চতুর্বিশ খণ্ড (বিশ্বভারতী ৭ পৌষ ১৩৫৪)। সানাই। দেওয়া নেওয়া। পৃষ্ঠা: ৮৮-৮৯।
সুরছন্দা (বৈশাখ ১৩৬৬)।
শৈলজারঞ্জন মজুমদার-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
পরিবেশনা: ১৩৪৬
বঙ্গাব্দের ১০ই ভাদ্র বর্ষামঙ্গল অনুষ্ঠানে পরিবেশিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার।
সুর ও তাল:
রাগ: মল্লার, তাল: দাদরা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৯]
গ্রহস্বর: সা।