বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এসো গো, জ্বেলে
দিয়ে যাও প্রদীপখানি
পাঠ ও পাঠভেদ:
এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি
বিজন ঘরের কোণে, এসো গো।
নামিল শ্রাবণসন্ধ্যা, কালো ছায়া
ঘনায় বনে বনে॥
আনো বিস্ময় মম নিভৃত প্রতীক্ষায়
যূথীমালিকার মৃদু গন্ধে—
নীলবসন-অঞ্চল-ছায়া
সুখরজনী-সম মেলুক মনে॥
হারিয়ে গেছে মোর বাঁশি,
আমি কোন্ সুরে ডাকি তোমারে।
পথে চেয়ে-থাকা মোর দৃষ্টিখানি
শুনিতে পাও কি তাহার বাণী—
কম্পিত বক্ষের পরশ মেলে কি সজল সমীরণে॥
পাণ্ডুলিপির পাঠ:
[১০৭ পাণ্ডুলিপি] [১০৭ পাণ্ডুলিপি]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৬ ই শ্রাবণ ১৩৪৬ বঙ্গাব্দ (১লা
অগাস্ট ১৯৩৯
খ্রিষ্টাব্দ)।
গানটি
রবীন্দ্রনাথের
৭৮ বৎসর ৪ মাস বয়সের
রচনা।
রাগ: ইমন। তাল: কাহারবা (২+২)। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭২।]