বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজি ঝরো ঝরো
মুখর বাদরদিনে
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রকৃতি (উপ-বিভাগ : বর্ষা-১০৪) পর্যায়ের ১২৯ সংখ্যক গান।
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না॥
এই চঞ্চল সজল পবন-বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়
মন চায় ওই বলাকার পথখানি নিতে চিনে॥
মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান।
মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা- মন চায়
মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms. 199
পাঠভেদ: গানটির পাঠান্তর রয়েছে। গীতবিতান এবং স্বরবিতান ৫৯ -এর মূল পাঠ হিসেবে রয়েছে ' উদ্ভ্রান্ত মেঘে মন চায়'। কিন্তু স্বরবিতান ৫৯-এর বাণী অংশের নিচে এর পাঠান্তর হিসেবে উল্লেখ করা হয়েছে 'উদাসী'। অর্থাৎ ওই পংক্তিটির পাঠান্তর হয় 'উদাসী মেঘে মন চায়'। রবীন্দ্রভাবনা পত্রিকার জুন ২০০০ খ্রিষ্টাব্দ সংখ্যায় (শৈলজারঞ্জন মজুমদার জন্মবর্ষপূর্তি সংখ্যা) শৈলাজারঞ্জন মজুমদার পাঠান্তরের কারণ হিসেবে লিখেছেন—
'উদাসী মেঘ' কথাটিকে উদ্ভ্রান্ত' করে দিলেন। মেজাজ বদলে দিলেন মেঘের চেহারা বদলাবার জন্য... গানটার ছন্দটা জোর করে দিলেন, কাট্ কাট ছন্দে... আমি বললাম প্রথমবারে প্রথম সুরটা গাইব আর দ্বিতীয় সুরটা গাইব।'
এই
কারণে শৈলজারঞ্জন মজুমদার ষষ্ঠী তালে নিবদ্ধ গান 'উদাসী' শব্দটি ব্যবহার করেছেন। আর
২।২ মাত্রা ছন্দের গানে 'উদ্ভান্ত' শব্দটি ব্যবহার করেছেন।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: সুনির্দিষ্ট রচনার তারিখ পাওয়া যায় না। প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর 'গীতবিতান কালানুক্রমিক সূচি' গ্রন্থে গানটি রবীন্দ্রনাথের ৭৮ বৎসর বয়সের রচনা হিসেবে উল্লেখ করেছেন।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
স্বরবিতান ঊনষষ্টিতম (৫৯) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩ বঙ্গাব্দ) ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৫১-৫৭।
পত্রিকা:
শ্রীরূপা পত্রিকা [?]। উদাসী।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার।
সুর ও তাল:
স্বরবিতান ঊনষষ্টিতম খণ্ডে (পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৪১৩) দুটি স্বরলিপি গৃহীত হয়েছে। প্রথম স্বরলিপিটি ২।৪ ছন্দে ষষ্ঠী তালে নিবদ্ধ। দ্বিতীয় স্বরলিপিটি সুরান্তর ও ভিন্ন ছন্দ হিসেবে ২।২ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
রাগ: কাফি [প্রথম স্বরলিপি]। মিশ্র মল্লার [দ্বিতীয় স্বরলিপি] [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।
গ্রহস্বর
মা [প্রথম স্বরলিপি]
সা [সুরান্তর]
লয়
দ্রুত [প্রথম স্বরলিপি]
মধ্য [সুরান্তর]
গানটি সম্পর্কে স্বরবিতান ঊনষষ্টিতম খণ্ডে (পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৪১৩) বলা হয়েছে 'মীড় প্রধান'।