বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এসেছিলে তবু আস
নাই জানায়ে গেলে
পাঠ ও পাঠভেদ:
এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে
সমুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে॥
তোমার সে উদাসীনতা সত্য কিনা জানি না সে,
চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে বেদনা মেলে॥
তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল,
শ্যামল বনান্তভূমি করে ছলোছল্।
তুমি চলে গেছ ধীরে ধীরে সিক্ত সমীরে,
পিছনে নীপবীথিকায় রৌদ্রছায়া যায় খেলে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের 3টি পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায়। যথা-
[Ms. 156 পাণ্ডুলিপি]
[Ms. 160 [নমুনা]
[Ms.
107
পাণ্ডুলিপি]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩৪৬ বঙ্গাব্দ। গানটি রবীন্দ্রনাথের ৭৮ বৎসর বয়সের রচনা।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রকৃতি (উপ-বিভাগ : বর্ষা-১০৮) পর্যায়ের ১৩৩ সংখ্যক গান।
স্বরবিতান অষ্টপঞ্চাশত্তম (৫৮) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ২।২ মাত্রা ছন্দে নিবদ্ধ।
রাগ: ভৈরবী। তাল: ২।২ মাত্রা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৮]।
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।