বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এসেছিনু দ্বারে
তব শ্রাবণরাতে
পাঠ ও পাঠভেদ:
এসেছিনু দ্বারে
তব শ্রাবণরাতে,
প্রদীপ নিভালে
কেন অঞ্চলঘাতে॥
অন্তরে কালো
ছায়া পড়ে আঁকা
বিমুখ মুখের ছবি
মনে রয় ঢাকা,
দুঃখের সাথি তারা ফিরিছে সাথে॥
কেন দিলে না
মাধুরীকণা, হায় রে কৃপণা।
লাবণ্যলক্ষ্মী
বিরাজে ভুবনমাঝে,
তারি
লিপি দিলে না হাতে॥
পাণ্ডুলিপির পাঠ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩৪৬
বঙ্গাব্দ।
গানটি রবীন্দ্রনাথের ৭৮ বৎসর বয়সের রচনা।
গানটির স্বতন্ত্র কাব্যরূপ রয়েছে; 'সানাই' কাব্যগ্রন্থে যেটি 'কৃপণা' শিরোনামে
প্রকাশিত হয়। এক্ষেত্রে গানটি প্রথমে এবং পরে কবিতা রচিত হয়।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের প্রকৃতি (উপ-বিভাগ : বর্ষা-১০৯) পর্যায়ের ১৩৪ সংখ্যক গান।
সানাই, কৃপণা (১৩৪৭ বঙ্গাব্দ)।
স্বরবিতান ত্রিষষ্টিতম (৬৩) খণ্ডের (মাঘ ১৪১২ বঙ্গাব্দ) ১১ সংখ্যক গান। পৃষ্ঠা ৩১-৩২।
পরিবেশনা: ১৩৪৬ বঙ্গাব্দের ১০ই ভাদ্র শান্তিনিকেতনে উদযাপিত বর্ষামঙ্গল অনুষ্ঠানে এই গানটি পরিবেশিত হয়।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুর ও তাল:
স্বরবিতান ত্রিষষ্টিতম (৬৩) খণ্ডের (মাঘ ১৪১২ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ২।৪ মাত্রা ছন্দে ষষ্ঠী তালে নিবদ্ধ।
রাগ: খাম্বাজ। তাল: ষষ্ঠী। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৮]।
গ্রহস্বর: র্সর্রা।
লয়: মধ্য।