বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে,

পাঠ ও পাঠভেদ:

নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে,

           ওগো প্রবাসিনী, স্বপনে তব

                       তাহার বারতা কি পেলে

আজি তরঙ্গকলকল্লোলে  দক্ষিণসিন্ধুর ক্রন্দনধ্বনি

           আনে বহিয়া কাহার বিরহ

লুপ্ত তারার পথে চলে কাহার সুদূর স্মৃতি

           নিশীথরাতের রাগিণী বহি।

           নিদ্রাবিহীন ব্যথিত হৃদয়

              ব্যর্থ শূন্যে তাকায়ে রহে

 


 

. স্বরলিপিকার:  শৈলজারঞ্জন মজুমদার

চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

স্বরবিতান ঊনষষ্টিতম (৯) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ২। মাত্রা ছন্দে ষষ্ঠী তালে নিবদ্ধ

রাগ: মল্লার তাল: ষষ্ঠী। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯১৩)]

গ্রহস্বর: পা

লয়: মধ্য।