বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: 
আজ প্রথম ফুলের 
পাব প্রসাদখান
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: প্রকৃতি
(শরৎ-৯) পর্যায়ের ১৪৯ সংখ্যক গান। 
আজ     প্রথম 
ফুলের পাব প্রসাদখানি,   তাই ভোরে উঠেছি।
আজ     শুনতে 
পাব প্রথম আলোর বাণী,  তাই  বাইরে ছুটেছি॥
           এই  
হল মোদের পাওয়া,  তাই  ধরেছি গান-গাওয়া,
           আজ   
লুটিয়ে হিরণ-কিরণ-পদ্মদলে  সোনার  রেণু লুটেছি॥
আজ     
পারুলদিদির বনে  মোরা   চলব নিমন্ত্রণে,
আজ     
চাঁপা-ভায়ের শাখা-ছায়ের তলে   মোরা  সবাই  জুটেছি।
           আজ   
মনের মধ্যে ছেয়ে  সুনীল   আকাশ ওঠে গেয়ে,
           
আজ    সকালবেলায় ছেলেখেলার ছলে  সকল  শিকল টুটেছি॥
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ:  
- 
	
	পাঠভেদ: 
- 
তথ্যানুসন্ধান 
	
	- কাব্যগ্রন্থ (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
- 
	গীতবিতান 
	
	
		- দ্বিতীয় খণ্ড, প্রথম 
			সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮)
- দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় 
			সংস্করণ (বিশ্বভারতী, ১৩৪৮)
 
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ 
		(বিশ্বভারতী ১৩৮০)।
		প্রকৃতি
(শরৎ-৯) পর্যায়ের ১৪৯ সংখ্যক গান। 
গীতলিপি  ৬, ১৯১০-১৯১৮ খ্রীষ্টাব্দ। 
সুরেন্দ্রনাথ 
বন্দ্যোপধ্যায় -কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
	 গীতিচর্চ্চা (পৌষ ১৩৩২ বঙ্গাব্দ)।
	
	গীতিমাল্য
	- 
	ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১ বঙ্গাব্দ।
- বিশ্বভারতী (১৩২৪)
শেফালি, 
স্বরবিতান 
পঞ্চাশত্তম 
(ভাদ্র ১৩২৬ বঙ্গাব্দ)।
 দিনেন্দ্রনাথ 
ঠাকুর 
-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
	
	
	 স্বরবিতান পঞ্চাশত্তম 
(৫০, 
শেফালি)
খণ্ডের (চৈত্র 
১৪১৩ বঙ্গাব্দ) 
সপ্তম গান। পৃষ্ঠা ২৮-২৯।
	
	পরিবেশনা: 
 ১৩১৮ 
	বঙ্গাব্দের ৬ই আশ্বিন আনুষ্ঠিত শারদোৎসব 
নাটকে গানটি পরিবেশিত হয়।
	
	
	
	গ.
	
	সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: 
	
	
	স্বরলিপিকার:
	- দিনেন্দ্রনাথ ঠাকুর (প্রথম 
	স্বরলিপি)
- 
সুরেন্দ্রনাথ 
	বন্দ্যোপধ্যায় (সুরান্তর)
সুর ও তাল:
	- 
	
	স্বরবিতান 
	পঞ্চাশত্তম 
	(৫০, 
শেফালি) খণ্ডে 
	(চৈত্র 
১৪১৩ বঙ্গাব্দ) 
গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। 
	উক্ত স্বরলিপিটি
	৪।৪ 
	
	মাত্রা ছন্দে কাহারবা
তালে নিবদ্ধ। 
	
- রাগ: 
	ভৈরব। 
তাল: কাহারবা। 
	
	[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, 
ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৫]।
- রাগ: 
			ভৈরব, ভৈরবী। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার 
		চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৯।]
গ্রহস্বর:
গা।
লয়: মধ্য।