বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
নমো নমো, হে
বৈরাগী।
পাঠ ও পাঠভেদ:
নমো নমো, হে বৈরাগী।
তপোবহ্নির শিখা জ্বালো জ্বালো,
নির্বাণহীন নির্মল আলো
অন্তরে থাক্ জাগি॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। উল্লেখ্য ঋতুরঙ্গশালা ১৩৩৪ সালে পৌষ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। এই সুত্রে ধারনা করা যায় যে গানটি রবীন্দ্রনাথের ৬৬ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের প্রকৃতি (গ্রীষ্ম-৬)পর্যায়ের ১৫ সংখ্যক গান।
নটরাজ (ঋতুরঙ্গশালা) বৈশাখের প্রবেশ, গান [রবীন্দ্র-রচনাবলী (বিশ্বভারতী, বৈশাখ ১৩৯৪ বঙ্গাব্দ। পৃষ্ঠা-১৮)]।
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডের (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ) ৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৯।
পত্রিকা:
বসুমতী (পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ), ঋতুরঙ্গ।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডে (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা' তালে নিবদ্ধ।
রাগ : ইমন-ভূপালী। তাল: কাহারবা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] পৃষ্ঠা: ৬১
রাগ: ইমন। তাল: কাহারবা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৬]
গ্রহস্বর: সা
লয়: মধ্য