বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
মোরা ভাঙব তাপস, ভাঙব তোমার
কঠিন তপের বাঁধন
পাঠ ও পাঠভেদ:
মোরা ভাঙব তাপস, ভাঙব তোমার কঠিন তপের বাঁধন―
এবার এই আমাদের সাধন॥
চল্ কবি, চল্ সঙ্গে জুটে, কাজ ফেলে তুই আয় আয় আয় রে ছুটে,
গানে গানে উদাস প্রাণে
জাগা রে উন্মাদন, এবার জাগা রে উন্মাদন॥
বকুলবনের মুগ্ধ হৃদয় উঠুক-না উচ্ছ্বাসি,
নীলাম্বরের মর্ম-মাঝে বাজাও তোমার সোনার বাঁশি বাজাও।
পলাশরেণুর রঙ মাখিয়ে নবীন বসন এনেছি এ,
সবাই মিলে দিই ঘুচিয়ে
পুরানো আচ্ছাদন, তোমার পুরানো আচ্ছাদন॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
ক. রচনাকাল ও স্থান:
ফাল্গুন ১৩৩১ বঙ্গাব্দ।
গানটি রবীন্দ্রনাথের ৬৩ বৎসর ১১ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
গীতবিতানের প্রকৃতি (উপ-বিভাগ : শীত-৮) পর্যায়ের ১৮৪ সংখ্যক গান।
গীতমালিকা প্রথম খণ্ড (বৈশাখ ১৩২৬ বঙ্গাব্দ)।
সুন্দর (গীতোৎসব) (ফাল্গুন ১৩৩১ বঙ্গাব্দ)।
স্বরবিতান ত্রিংশ (৩০, গীতমালিকা প্রথম খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৪ বঙ্গাব্দ) ১৮ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৮-৬০।
পত্রিকা:
শান্তিনিকেতন পত্রিকা (ফাল্গুন ১৩৩১ বঙ্গাব্দ)। অনাদিকুমার দস্তিদার-কৃত স্বরলিপিসহ মুদ্রিত।
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার। [স্বরবিতান ত্রিংশ (৩০, গীতমালিকা প্রথম খণ্ড) খণ্ড (চৈত্র ১৪১৪ বঙ্গাব্দ)]
রাগ ও তাল:
স্বরবিতান ত্রিংশ খণ্ডের (চৈত্র ১৪১৪ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।