বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
নমো, নমো। নমো, নমো। নমো, নমো। নির্দয় অতি
করুণা তোমার
পাঠ ও পাঠভেদ:
নমো, নমো। নমো, নমো। নমো, নমো।
নির্দয় অতি করুণা তোমার― বন্ধু, তুমি হে নির্মম॥
যা-কিছু জীর্ণ করিবে দীর্ণ
দণ্ড তোমার দুর্দম॥
পাণ্ডুলিপি:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩৩৪ বঙ্গাব্দ। গানটি রবীন্দ্রনাথের ৬৬ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
ঋতুরঙ্গ, শীতের প্রবেশ (অগ্রহায়ণ ১৩৩৪ বঙ্গাব্দ)।
গীতবিতানের প্রকৃতি (উপ-বিভাগ : শীত-১১) পর্যায়ের ১৮৬ সংখ্যক গান।
গীতোৎসব (১৩৩৮ বঙ্গাব্দ)।
নটরাজ-ঋতুরঙ্গশালা, বসন্তের প্রবেশ (১৩৩৩ বঙ্গাব্দ)।
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডের (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ) নবম গান। পৃষ্ঠা ২৩।
পত্রিকা:
বসুমতী (পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ)।
বিচিত্রা (আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ)।
প্রকাশনা:
১. ১২ মে ১৯৩৪ খ্রিষ্টাব্দে কলম্বোয় অভিনীত শাপমোচন নাটকে গানটি অন্তর্ভূক্ত করা
হয়।
২. ১ আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দে কলকাতায় অনুষ্ঠিত গীতোৎসবে 'শিশুতীর্থ' অভিনীত হয়; এতে
এই গানটিও যুক্ত করা হয়।
৩. বিচিত্রায় প্রকাশিত নটরাজ-এ গানটি নেই।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চম (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ)-এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
রাগ: কীর্তন। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] পৃষ্ঠা: ৬১
রাগ: কীর্তন। তাল: দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৬]
গ্রহস্বর : ধা।
লয় : মধ্য।