বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
দোলে দোলে
দোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে,
পাঠ
ও পাঠভেদ:
দোলে দোলে দোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে,
দোল-ফাগুনের চাঁদের আলোর সুধায় মাখা সে॥
কৃষ্ণরাতের অন্ধকারে বচনহারা ধ্যানের পারে
কোন্ স্বপনের পর্ণপুটে ছিল ঢাকা সে॥
দখিন-হাওয়ায় ছড়িয়ে গেল গোপন রেণুকা।
গন্ধে তারি ছন্দে মাতে কবির বেণুকা।
কোমল প্রাণের পাতে পাতে লাগল যে রঙ পূর্ণিমাতে
আমার গানের সুরে সুরে রইল আঁকা সে॥
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
১১ ফাল্গুন ১৩৩২ বঙ্গাব্দ।
[স্বরবিতান
পঞ্চম
খণ্ডের
(ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ)]
রবীন্দ্রনাথের ৬৪ বৎসর ১১ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের প্রকৃতি (উপ-বিভাগ : বসন্ত-৭) পর্যায়ের ১৯৪ সংখ্যক গান।
গীতোৎসব (১৩৩৮ বঙ্গাব্দ)।
বনবাণী/নটরাজ?
বৈকালী (১৩৮১ বঙ্গাব্দ)।
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডের (ভাদ্র ১৪১৪) ৩৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৮৮-৯০।
পত্রিকা:
সবুজপত্র, দোল পূর্ণিমা (চৈত্র ১৩৩২ বঙ্গাব্দ)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর [স্বরবিতান পঞ্চম খণ্ডের (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ)]।
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডে (ভাদ্র ১৪১৪) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ। [স্বরলিপি]
রাগ: পরজ-বসন্ত। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬০
গ্রহস্বর :
না।
লয় : মধ্য।