বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: ওরে গৃহবাসী
খোল্, দ্বার খোল্, লাগল যে দোল
পাঠ ও পাঠভেদ:
ওরে গৃহবাসী খোল্, দ্বার খোল্, লাগল যে দোল।
স্থলে জলে বনতলে লাগল যে দোল।
দ্বার খোল্, দ্বার খোল্॥
রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে,
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে,
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।
দ্বার খোল্, দ্বার খোল্॥
বেণুবন মর্মরে দখিন বাতাসে,
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে।
মউমাছি ফিরে যাচি ফুলের দখিনা,
পাখায় বাজায় তার ভিখারির বীণা,
মাধবীবিতানে বায়ুগন্ধে বিভোল।
দ্বার খোল্ দ্বার খোল্॥
পাঠভেদ:
স্বরবিতান পঞ্চম-এর পাঠভেদ অংশে এই গানটির একটি পাঠভেদ রয়েছে-
ওরে গৃহবাসী, খোল্ দ্বার খোল্
: স্বরবিতান ৫ (জ্যৈষ্ঠ ১৩৪৯)
ওরে গৃহবাসী, তোরা খোল্ দ্বার খোল্ :
গীতবিতান ৩ (শ্রাবণ ১৩৩৯)
স্থায়ী, অন্তরা ও আভোগের শেষে―
দ্বার খোল্, দ্বার খোল্ : স্বরলিপি, স্বরবিতান ৫ (জ্যৈষ্ঠ ১৩৪৯)
খোল্ দ্বার খোল্ : গীতবিতান ৩ (শ্রাবণ ১৩৩৯)
কথার অংশ, স্বরবিতান ৫ (জ্যৈষ্ঠ ১৩৪৯)
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রকৃতি (উপ-বিভাগ : বসন্ত-১০) পর্যায়ের ১৯৭ সংখ্যক গান।
নবীন (ফাল্গুন ১৩৩৭ বঙ্গাব্দ)। প্রথম পর্ব, অষ্টম গান। রবীন্দ্ররচনাবলী দ্বাবিংশ খণ্ড (বিশ্বভারতী, আষাঢ় ১৩৯৩)। পৃষ্ঠা ৭২।
বনবাণী গ্রন্থে পুনরায় প্রকাশ (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)।
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডের (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ) ২১ সংখ্যক গান। পৃষ্ঠা ৫০-৫১।
পত্রিকা:
সঙ্গীতবিজ্ঞান (ভাদ্র ১৩৩৯ বঙ্গাব্দ)।
স্বরবিতান
পঞ্চম
(৫)
খণ্ডে (ভাদ্র ১৪১৪)
গৃহীত গানটির স্বরলিপিতে
রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি ৪।৪ ছন্দে
কাহারবা তালে নিবদ্ধ।
[কাহারবা তালে নিবদ্ধ গানের তালিকা]
রাগ: বিভাস। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]। পৃষ্ঠা: ৪২
গ্রহস্বর : সা।
লয় : মধ্য।