বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা : 
শিরোনাম: 
বাকি আমি রাখব না কিছুই
পাঠ ও পাঠভেদ:
বাকি আমি রাখব না কিছুই—
তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভুঁই॥
ওগো মোহন, তোমার উত্তরীয় গন্ধে আমার ভরে নিয়ো,
উজাড় করে দেব পায়ে বকুল বেলা জুঁই॥
দখিন-সাগর পার হয়ে-যে এলে পথিক তুমি,
আমার সকল দেব অতিথিরে আমি বনভুমি।
আমার কুলায়-ভরা রয়েছে গান, সব তোমারে করেছি দান—
দেবার কাঙাল করে আমায় চরণ যখন ছুঁই॥
পাণ্ডুলিপির পাঠ:
	পাঠভেদ:  
স্বরবিতান 
ষষ্ঠ (৬,
বসন্ত) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) 
পাঠভেদ অংশে এই গানটির একটি পাঠভেদ দেয়া আছে-
         বাকি আমি রাখব না কিছুই
                   
সব তোমারে করেছি 
দান 
               
:     স্বরলিপি, বসন্ত (১৩৩০)
                   
সব তোমারেই 
করেছি দানে 
            
:     নাট্য, বসন্ত
                                                                        কথার অংশ, বসন্ত (১৩৩০)
                                                                        গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. 
			রচনাকাল ও স্থান: ২২ মাঘ 
১৩২৯ বঙ্গাব্দ [৫ ফেব্রুয়ারি ১৯২৩]। শান্তিনিকেতন। 
                 
            
গানটি রবীন্দ্রনাথের ৬১ 
বৎসর 
৯ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
ঋতু-উৎসব [বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। বসন্ত। বনভূমির গান। পৃষ্ঠা ১০৭-১০৮] [নমুনা প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
গীতবিতান -এর প্রকৃতি (উপ-বিভাগ : বসন্ত ২৭) পর্যায়ের ২১৪ সংখ্যক গান।
বসন্ত (ফাল্গুন ১৩২৯ বঙ্গাব্দ)। বনভূমির গান। রবীন্দ্ররচনাবলী পঞ্চদশ খণ্ড (বিশ্বভারতী, ভাদ্র ১৩৯৩ সংস্করণ)
শ্রাবণগাথা , নটরাজের গান (শ্রাবণ ১৩৪১ বঙ্গাব্দ)।
স্বরবিতান ষষ্ঠ (৬, বসন্ত) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) ২ সংখ্যক গান। বাণী অংশ : পৃষ্ঠা ১৩। স্বরলিপি অংশ : পৃষ্ঠা ৩৫-৩৮।
ঘ. প্রাসঙ্গিক 
পাঠ :
১. ১৩৩৫ বঙ্গাব্দে 
শান্তিনিকেতনে অনুষ্ঠিত 'বসন্তোৎসব'-এ গানটি পরিবেশিত হয়।
২. ১৯৩৪ খ্রিষ্টাব্দে কলম্বোয় অনুষ্ঠিত 'শাপমোচন' নাটকে এই গানটি পরিবেশিত হয়।
৩. অভিন্ন সুরে এবং ভিন্ন কথায় চিত্রাঙ্গদায় আরেকটি গান রয়েছে- 'আমার 
এই রিক্ত ডালি'।
৪.
দিনেন্দ্রনাথ ঠাকুর। [স্বরবিতান ষষ্ঠ (৬, বসন্ত) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)]
স্বরবিতান ষষ্ঠ (৬, বসন্ত) খণ্ডে (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। গানটি ৩।৩ ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
রাগ : খাম্বাজ। অঙ্গ: কীর্তন। তাল: দাদরা/খেমটা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯১৩)। পৃষ্ঠা: ৬৮]
 
গ্রহস্বর: 
ধপা।
লয়: মধ্য।