বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
ফল ফলাবার আশা আমি মনে রাখি নি
রে
পাঠ ও পাঠভেদ:
ফল ফলাবার আশা আমি মনে রাখি নি রে।
আজ আমি তাই মুকুল ঝরাই দক্ষিণসমীরে॥
বসন্তগান পাখিরা গায়, বাতাসে তার সুর ঝরে যায়—
মুকুল-ঝরার ব্যাকুল খেলা আমারি সেই রাগিণীরে॥
জানি নে ভাই, ভাবি নে তাই কী হবে মোর দশা
যখন আমার সারা হবে সকল ঝরা খসা।
এই কথা মোর শূন্য ডালে বাজবে সে দিন তালে তালে—
‘চরম দেওয়ায় সব দিয়েছি মধুর মধুযামিনীরে’ ॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
স্বরবিতান
ষষ্ঠ (৬,
বসন্ত) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)
পাঠভেদ অংশে এই গানটির একটি পাঠভেদ দেয়া আছে-
ফল
ফলাবার আশা
আমি মনে রাখি নি
রে
: স্বরলিপি, বসন্ত (১৩৩০)
আমি মনেই রাখি
নি রে
: নাট্য, বসন্ত
কথার অংশ, বসন্ত (১৩৩০)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
২২ মাঘ
১৩২৯ বঙ্গাব্দ [৫ ফেব্রুয়ারি ১৯২৩]। শান্তিনিকেতন।
গানটি রবীন্দ্রনাথের ৬১
বৎসর
৯ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
ঋতু-উৎসব [বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। বসন্ত। আম্রকুঞ্জের গান। পৃষ্ঠা ১০৮-১০৯] [নমুনা প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
গীতবিতানন-এর প্রকৃতি (উপ-বিভাগ : বসন্ত ২৮) পর্যায়ের ২১৫ সংখ্যক গান।
ঋতু-উৎসব (১৩৩৩)। বসন্ত -অংশে মুদ্রিত।
বসন্ত (ফাল্গুন ১৩২৯ বঙ্গাব্দ)। বনভূমির গান। রবীন্দ্ররচনাবলী পঞ্চদশ খণ্ড (বিশ্বভারতী, ভাদ্র ১৩৯৩ সংস্করণ)
স্বরবিতান ষষ্ঠ (৬, বসন্ত) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) ৩ সংখ্যক গান। বাণী অংশ : পৃষ্ঠা ১৩। স্বরলিপি অংশ : পৃষ্ঠা ৩৯-৪০।
পরিবেশনা: ১৩৩৫ বঙ্গাব্দে শান্তিনিকেতনে অনুষ্ঠিত 'বসন্তোৎসব'-এ গানটি পরিবেশিত হয়।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান ষষ্ঠ (৬, বসন্ত) খণ্ডে (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। গানটি ৩।৩ ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
রাগ : হাম্বীর। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৬
গ্রহস্বর:
পা।
লয়: মধ্য।