বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যদি তারে নাই
চিনি গো সে কি আমায় নেবে চিনে
পাঠ ও পাঠভেদ:
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে
এই নব ফাল্গুনের দিনে— জানি নে জানি নে ॥
সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে,
পরান তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে—
জানি নে জানি নে॥
সে কি আপন রঙে ফুল রাঙাবে।
সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে।
ঘোমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার,
গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে—
জানি নে জানি নে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের দুটি পাণ্ডলিপিতে গানটি পাওয়া যায়। যথা—
Ms.464
Ms.476
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩২৯ বঙ্গাব্দের মাঘ মাসের ১৩ থেকে ২৯ তারিখ পর্যন্ত রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে তিনি মোট ২৫টি গান রচনা করেন। এর ভিতরে ২৭শে মাঘ এই গানটি-সহ মোট পাঁচটি গান রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬১ বৎসর ৯ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
ঋতু-উৎসব [বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। বসন্ত। করবীর গান। পৃষ্ঠা ১০৯-১১০][নমুনা প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
গীতবিতান
বিরলপ্রচার দ্বিতীয় খণ্ড (ভাদ্র ১৩৪৬)
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।প্রকৃতি (উপ-বিভাগ : বসন্ত ২৯) পর্যায়ের ২১৬ সংখ্যক গান।
ঋতু-উৎসব (১৩৩৩)। বসন্ত -অংশে মুদ্রিত।
বসন্ত (ফাল্গুন ১৩২৯ বঙ্গাব্দ)। করবীর গান। রবীন্দ্ররচনাবলী পঞ্চদশ খণ্ড (বিশ্বভারতী, ভাদ্র ১৩৯৩ সংস্করণ)
স্বরবিতান ষষ্ঠ (৬, বসন্ত) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) ৪ সংখ্যক গান। বাণী অংশ : পৃষ্ঠা ১৪। স্বরলিপি অংশ : পৃষ্ঠা ৪১-৪২।
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের কালানুক্রম: ১৩৩৫ বঙ্গাব্দে শান্তিনিকেতনে অনুষ্ঠিত 'বসন্তোৎসব'-এ গানটি পরিবেশিত হয়। ১৩৩৫ বঙ্গাব্দে জোড়াসাঁকোয় মাঘোৎসবকে ঘিরে 'সুন্দর' নামে একটি অনুষ্ঠান উদযাপিত হয়; গানটি এই অনুষ্ঠানে পরিবেশিত হয়।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর। [স্বরবিতান ষষ্ঠ (৬, বসন্ত) খণ্ড (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)]
সুর ও তাল:
স্বরবিতান ষষ্ঠ (৬, বসন্ত) খণ্ডে (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। গানটি ৩।২।২ ছন্দে তেওরা তালে নিবদ্ধ।