বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
 
শিরোনাম:
দখিন-হাওয়া জাগো জাগো
পাঠ ও পাঠভেদ:

দখিন-হাওয়া জাগো জাগো,  জাগাও আমার সুপ্ত এ প্রাণ

আমি বেণু, আমার শাখায়  নীরব যে হায় কত-না গান।  জাগো জাগো

পথের ধারে আমার কারা  ওগো পথিক বাঁধন-হারা,

নৃত্য তোমার চিত্তে আমার   মুক্তি-দোলা করে যে দান জাগো জাগো

গানের পাখা যখন খুলি       বাধা-বেদন তখন ভুলি

খন আমার বুকের মাঝে      তোমার পথের বাঁশি বাজে,

বন্ধ ভাঙার ছন্দে আমার     মৌন-কাঁদন হয় অবসান জাগো জাগো