ওই) ভাঙল হাসির বাঁধ।
অধীর হয়ে মাতাল কেন পূর্ণিমার ওই চাঁদ॥
উতল হাওয়া ক্ষণে ক্ষণে মুকুল-ছাওয়া বকুলবনে
দোল দিয়ে যায় পাতায় পাতায়, ঘটায় পরমাদ॥
ঘুমের আঁচল আকুল হল কী উল্লাসের ভরে।
স্বপন যত ছড়িয়ে প’ল দিকে দিগন্তরে॥
আজ রাতের ওই পাগলামিরে বাঁধবে ব’লে কে ওই ফিরে,
শালবীথিকায় ছায়া গেঁথে তাই পেতেছে ফাঁদ॥
 
ভাঙল হাসির বাঁধ
         ভাঙল হাসির বাঁধ ঐ 
ভাঙল                    
:     
স্বরলিপি, বসন্ত (১৩৩০)
         ভাঙল হাসির বাঁধ                                
:     নাট্য, 
বসন্ত
                                                                    
কথার অংশ, বসন্ত (১৩৩০)
                                                                    
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
         বাঁধবে 
বলে কে 
ঐ
                    
ঐ যে ফিরে                            
:     
স্বরলিপি, বসন্ত (১৩৩০)
         
বাঁধবে বলে কে 
ঐ ফিরে                       
:     নাট্য, 
বসন্ত
                                                                    
কথার অংশ, বসন্ত (১৩৩০)
                                                                    
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
রাগ: দেশ, গৌড়মল্লার। তাল: দাদরা । [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৩, ১২৩]