বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: বিদায় নিয়ে
গিয়েছিলেম বারে বারে।
পাঠ ও পাঠভেদ:
বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে,
তোমায় ডাকব না ফিরে ফিরে॥
করব তোমায় কী সম্ভষণ, কোথায় তোমার পাতব আসন
পাতা-ঝরা কুসুম-ঝরা নিকুঞ্জকুটিরে॥
তুমি আপনি যখন আস তখন আপনি কর ঠাঁই—
আপনি কুসুম ফোটাও, মোরা তাই দিয়ে সাজাই।
তুমি যখন যাও, চলে যাও, সব আয়োজন হয়-যে উধাও—
গান ঘুচে যায়, রঙ মুছে যায়, তাকাই অশ্রুনীরে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
স্বরবিতান ষষ্ঠ (৬,
বসন্ত) খণ্ডের (চৈত্র
১৪১৩ বঙ্গাব্দ)
পাঠভেদ অংশে এই গানটির একটি পাঠভেদ দেয়া আছে-
বিদায় যখন চাইবে তুমি
তোমায় ডাকব না, ডাকব না তোমায়
ফিরে
ফিরে
:
স্বরলিপি, বসন্ত (১৩৩০)
তোমায় ডাকব না তো
ফিরে
:
নাট্য, বসন্ত
কথার অংশ, বসন্ত (১৩৩০)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
২৩ মাঘ ১৩২৯ বঙ্গাব্দ (৬ ফেব্রুয়ারি ১৯২৩ খ্রিষ্টাব্দ)। শান্তিনিকেতন।
গানটি রবীন্দ্রনাথের ৬১ বৎসর
৯ মাস বয়সের রচনা।