বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: এ বেলা
ডাক পড়েছে কোন্খানে
পাঠ ও পাঠভেদ:
এ বেলা ডাক পড়েছে কোন্খানে
ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে॥
সেখানে স্তব্ধ বীণার তারে তারে, সুরের খেলা ডুব সাঁতারে—
সেখানে চোখ মেলে যার পাই নে দেখা
তাহারে মন জানে গো, মন জানে॥
এ বেলা মন যেতে চায় কোন্খানে
নিরালায় লুপ্ত পথের সন্ধানে।
সেখানে মিলনদিনের ভোলা হাসি লুকিয়ে বাজায় করুণ বাঁশি,
সেখানে যে কথাটি হয় না বলা সে কথা রয় কানে গো, রয় কানে॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms.464।
Ms.476।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ২৭ মাঘ ১৩২৯ বঙ্গাব্দ (১০ ফেব্রুয়ারি ১৯২৩ খ্রিষ্টাব্দ)। শান্তিনিকেতন। গানটি রবীন্দ্রনাথের ৬৩ বৎসর ৯ মাস বয়সের রচনা।
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ)।
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রকৃতি (উপ-বিভাগ : বসন্ত ৪১) পর্যায়ের ২২৮ সংখ্যক গান।
নবীন (ফাল্গুন ১৩৩৭ বঙ্গাব্দ।)
বসন্ত (ফাল্গুন ১৩২৯ বঙ্গাব্দ)। মাধবী'-এর গান। রবীন্দ্ররচনাবলী পঞ্চদশ খণ্ড (বিশ্বভারতী, ভাদ্র ১৩৯৩ সংস্করণ)
স্বরবিতান ষষ্ঠ
(৬, বসন্ত) খণ্ডে (সংস্করণ
চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)
১৮ সংখ্যক গান।
বাণী অংশ : পৃষ্ঠা ২৬। স্বরলিপি অংশ :
পৃষ্ঠা ৮২-৮৪।
অঙ্গ: বাউল। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৭।]