বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম: এ বেলা ডাক পড়েছে কোন্‌
খানে

পাঠ ও পাঠভেদ:

   এ বেলা ডাক পড়েছে কোন্‌খানে

   ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে

সেখানে   স্তব্ধ বীণার তারে তারে, সুরের খেলা ডুব সাঁতারে—

সেখানে  চোখ মেলে যার পাই নে দেখা

তাহারে  মন জানে গো, মন জানে

এ বেলা মন যেতে চায় কোন্‌খানে

নিরালায়            লুপ্ত পথের সন্ধানে

সেখানে   মিলনদিনের ভোলা হাসি        লুকিয়ে বাজায় করুণ বাঁশি,

সেখানে   যে কথাটি হয় না বলা           সে কথা   রয় কানে গো, রয় কানে