বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এবার
বিদায়বেলার সুর ধরো ধরো ও চাঁপা, ও করবী!
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
প্রকৃতি
(উপ-বিভাগ :
বসন্ত ৪৩)
পর্যায়ের ২৩০ সংখ্যক গান।
এবার
বিদায়বেলার সুর ধরো ধরো ও চাঁপা, ও করবী!
তোমার শেষ
ফুলে আজ সাজি ভরো॥
যাবার পথে
আকাশতলে
মেঘ
রাঙা হল চোখের জলে,
ঝরে পাতা ঝরোঝরো॥
হেরো হেরো ওই
রুদ্র রবি
স্বপ্ন
ভাঙায় রক্তছবি।
খেয়াতরীর
রাঙা পালে
আজ লাগল
হাওয়া ঝড়ের তালে,
বেণুবনের ব্যাকুল শাখা থরোথরো॥
-
পাণ্ডুলিপির পাঠ:
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান:
- ক. রচনাকাল ও স্থান: ২৮ মাঘ
১৩২৯ বঙ্গাব্দ [১১ ফেব্রুয়ারি ১৯২৩]। শান্তিনিকেতন।
গানটি রবীন্দ্রনাথের ৬১
বৎসর
৯ মাস বয়সের রচনা।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
ঋতু-উৎসব [বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। বসন্ত। আকন্দের গান। পৃষ্ঠা:
১২৪-১২৫]
[নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান-এর
প্রকৃতি
(উপ-বিভাগ :
বসন্ত ৪৩)
পর্যায়ের ২৩০ সংখ্যক গান।
-
বসন্ত
(ফাল্গুন ১৩২৯ বঙ্গাব্দ)। আকন্দ-এর
গান। রবীন্দ্ররচনাবলী পঞ্চদশ খণ্ড (বিশ্বভারতী, ভাদ্র ১৩৯৩ সংস্করণ)
-
স্বরবিতান ষষ্ঠ (৬, বসন্ত)
খণ্ডের (চৈত্র
১৪১৩ বঙ্গাব্দ)
২০ সংখ্যক গান। বাণী অংশ : পৃষ্ঠা ২৭। স্বরলিপি অংশ :
পৃষ্ঠা ৮৭-৮৯।
-
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙ্গা গান:
- স্বরলিপি:
- স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
[স্বরবিতান
ষষ্ঠ (৬,
বসন্ত) খণ্ড (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)]
- রাগ ও তাল:
-
স্বরবিতান
ষষ্ঠ (৬,
বসন্ত)
খণ্ডে (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)
গৃহীত
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। গানটি
৩।৩ মাত্রা ছন্দে
দাদরা
তালে নিবদ্ধ।
-
রাগ : কালাংড়া।
তাল: দাদরা/খেমটা।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা
। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৮]।
- রাগ: কালেংড়া।
তাল: দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭০]
-
গ্রহস্বর- মা।
লয়- মধ্য/দ্রুত।
ঙ. স্বরলিপিকার :
চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: