বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: আজ খেলা 
ভাঙার খেলা খেলবি আয়
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ:প্রকৃতি
(উপ-বিভাগ : 
	
বসন্ত ৪৪) 
পর্যায়ের ২৩১ সংখ্যক গান। 
আজ     খেলা 
ভাঙার খেলা খেলবি আয়,
         
   
সুখের বাসা ভেঙে ফেলবি আয়॥
      
মিলনমালার আজ বাঁধন তো টুটবে,
ফাগুন-দিনের 
আজ স্বপন তো ছুটবে—
                         
উধাও মনের পাখা মেলবি আয়॥
অস্তগিরির ওই 
শিখরচুড়ে
    
ঝড়ের 
মেঘের আজ ধ্বজা উড়ে।
                 
কালবৈশাখী হবে 
যে নাচন,
         
সাথে নাচুক তোর মরণ বাঁচন—
         
            
হাসি কাঁদন পায়ে ঠেলবি আয়।
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ: 
 
- 
	
	পাঠভেদ: 
- 
তথ্যানুসন্ধান 
- গীতিচর্চ্চা 
		 
		(বিশ্বভারতী
		১৩৩২ বঙ্গাব্দ)।
		
- 
ঋতু-উৎসব 
				 (১৩৩৩ বঙ্গাব্দ)।
- 
		
		
		নবীন 
				(ফাল্গুন ১৩৩৭ বঙ্গাব্দ।) 
দ্বিতীয় পর্ব। 
- 
	প্রবাহিণী, গীতগান ১৭ (অগ্রহায়ণ
১৩৩২ 
	বঙ্গাব্দ)।
-  বসন্ত
(ফাল্গুন 
১৩২৯ 
	বঙ্গাব্দ)। 
ধুতরা'র গান।   
রবীন্দ্ররচনাবলী পঞ্চদশ খণ্ড (বিশ্বভারতী, ভাদ্র ১৩৯৩ সংস্করণ)
-  
	মায়ার খেলা 
নৃত্যনাট্য সপ্তম দৃশ্য (পৌষ ১৩৪৫)। 
নৃত্যনাট্যে সংযোজিত নতুন গান।
- 
	স্বরবিতান ষষ্ঠ (৬, বসন্ত) 
খণ্ডের (চৈত্র 
১৪১৩ বঙ্গাব্দ)
	২১ সংখ্যক গান। বাণী অংশ : পৃষ্ঠা ২৮। স্বরলিপি অংশ : পৃষ্ঠা
	৯০-৯১।
পত্রিকা:
	
	
	
	
	
	
	
	
	গ.
	
	সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	
	
	 
		
দিনেন্দ্রনাথ ঠাকুর।
		
		সুর ও তাল:
		- 
		স্বরবিতান 
ষষ্ঠ (৬, 
বসন্ত)
খণ্ডে 
		(চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) 
গৃহীত 
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। গানটি  
৪।৪ মাত্রা ছন্দে 
কাহারবা তালে নিবদ্ধ।
- রাগ 
		: খাম্বাজ। তাল: কাহারবা 
		
		[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, 
ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৫]।
- 
		
		রাগ: খাম্বাজ। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার 
		চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৪৯। 
গ্রহস্বর:
		
		পা। 
		
		
		
		
		লয়:
		দ্রুত।