বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজ কি তাহার
বারতা পেল রে কিশলয়।
পাঠ ও পাঠভেদ:
আজ কি তাহার বারতা পেল রে কিশলয়।
ওরা কার কথা কয় রে বনময়॥
আকাশে আকাশে দূরে দূরে সুরে সুরে
কোন্ পথিকের গাহে জয়॥
যেথা চাঁপা-কোরকের শিখা জ্বলে
ঝিল্লিমুখর ঘন বনতলে,
এসো কবি, এসো, মালা পরো, বাঁশি ধরো―
হোক গানে গানে বিনিময়॥
পাণ্ডুলিপির পাঠ: Ms.464
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ২৬ ফাল্গুন ১৩৩১ বঙ্গাব্দ [১০ মার্চ ১৯২৫]। শান্তিনিকেতন। গানটি রবীন্দ্রনাথের ৬৩ বৎসর ১০ মাস বয়সের রচনা।
ঋতু-উৎসব [বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। সুন্দর। গান ৪। পৃষ্ঠা: ১৩১][নমুনা]
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৯)
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রকৃতি (উপ-বিভাগ : বসন্ত ৪৫) পর্যায়ের ২৩২ সংখ্যক গান।
গীতমালিকা প্রথম খণ্ড (১৩৩৩ বঙ্গাব্দ)। অনাদিকুমার দস্তিদার-কৃত স্বরলিপিসহ মুদ্রিত।
অনাদিকুমার দস্তিদার [শান্তিনিকেতন পত্রিকা (চৈত্র ১৩৩১ বঙ্গাব্দ)]।
অরুন্ধতী দেবী [প্রবাসী (বৈশাখ ১৩৩২ বঙ্গাব্দ)]।
রাগ: ইমন কল্যাণ। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৪৯।