বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ফাগুনের নবীন
আনন্দে
পাঠ ও পাঠভেদ:
ফাগুনের নবীন আনন্দে
গানখানি গাঁথিলাম ছন্দে॥
দিল তারে বনবীথি কোকিলের কলগীতি,
ভরি দিল বকুলের গন্ধে॥
মাধবীর মধুময় মন্ত্র
রঙে রঙে রাঙালো দিগন্ত।
বাণী মম নিল তুলি পলাশের কলিগুলি,
বেঁধে দিল তব মণিবন্ধে॥
পাণ্ডুলিপি:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৫ ফাল্গুন
১৩৩২
বঙ্গাব্দ।
[সূত্র: স্বরবিতান
পঞ্চম
খণ্ড
(ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ)]
গানটি রবীন্দ্রনাথের ৬৪ বৎসর ১০ বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের প্রকৃতি (উপ-বিভাগ : বসন্ত ৫৮) পর্যায়ের ২৪৫ সংখ্যক গান।
নবীন (ফাল্গুন ১৩৩৭ বঙ্গাব্দ)। প্রথম পর্ব, শেষ গান। রবীন্দ্ররচনাবলী দ্বাবিংশ খণ্ড (বিশ্বভারতী, আষাঢ় ১৩৯৩)। পৃষ্ঠা ৭৫।
বনবাণী গ্রন্থে পুনরায় প্রকাশ (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)।
বৈকালী (১৩৩৩ বঙ্গাব্দ)।
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডের (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ) ২৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৬১-৬২।
পত্রিকা:
সবুজপত্র (চৈত্র ১৩৩২ বঙ্গাব্দ)।
সঙ্গীতবিজ্ঞান (ভাদ্র ১৩৪৮ বঙ্গাব্দ)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
শৈলজারঞ্জন মজুমদার [স্বরবিতান পঞ্চম খণ্ড (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ)]।
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চম (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ)-এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
রাগ: কাফি। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৬