গান সংখ্যা:
শিরোনাম:
বসন্তে-বসন্তে
তোমার কবিরে দাও ডাক
পাঠ ও পাঠভেদ:
বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক―
যায় যদি সে যাক॥
রইল তাহার বাণী রইল ভরা সুরে, রইবে না সে দূরে―
হৃদয় তাহার কুঞ্জে তোমার রইবে না নির্বাক্॥
ছন্দ তাহার রইবে বেঁচে
কিশলয়ের নবীন নাচে নেচে নেচে॥
তারে তোমার বীণা যায় না যেন ভুলে,
তোমার ফুলে ফুলে
মধুকরের গুঞ্জরনে বেদনা তার থাক্॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ফাল্গুন ১৩৩৭ বঙ্গাব্দ। গানটি রবীন্দ্রনাথের ৬৯ বৎসর ১০ মাস বয়সের রচনা।
অনাদিকুমার দস্তিদার [প্রথম স্বরলিপি। স্বরবিতান পঞ্চম খণ্ড (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ)]।
শৈলজারঞ্জন মজুমদার [দ্বিতীয় স্বরলিপি। স্বরবিতান পঞ্চম খণ্ড (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ)]।
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চম (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ)-এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই এবং ভিন্ন রাগ এবং তালে গানটির দুইটি স্বরলিপি রয়েছে।
প্রথম গান- রাগ:
ইমন।
তাল:
দাদরা।
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা।
সুধীর চন্দ। (প্যাপিরাস,
জানুয়ারি ১৯১৩)]।
গ্রহস্বর :
পর্সা।
লয় : মধ্য।
দ্বিতীয় গান-
রাগ:
রামকেলি।
তাল:
কাহারবা।
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা।
সুধীর চন্দ। (প্যাপিরাস,
জানুয়ারি ১৯১৩)]।
গ্রহস্বর :
মা।
লয় : মধ্য।