বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
তুমি কিছু দিয়ে যাও মোর
প্রাণে গোপনে গো
পাঠ
ও পাঠভেদ:
তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে গোপনে গো―
ফুলের গন্ধে বাঁশির গানে, মর্মরমুখরিত পবনে॥
তুমি কিছু নিয়ে যাও বেদনা হতে বেদনে―
যে মোর অশ্রু হাসিতে লীন, যে বাণী নীরব নয়নে॥
পাণ্ডুলিপির পাঠ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
ফাল্গুন
১৩৩৭
বঙ্গাব্দ।
গানটি রবীন্দ্রনাথের ৬৯ বৎসর ১০ মাস বয়সের রচনা।
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান।
শান্তিনিকেতনের ছাত্রী
সাবিত্রী গোবিন্দের কণ্ঠে বিভিন্ন দক্ষিণ-ভারতীয় গান শুনে রবীন্দ্রনাথ ঠাকুর এই
গানটি রচনা করেন
মূল গান: মীরার ভজন
[খাম্বাজ। কাহারবা]
কোই কছু কহোরে
দিল লাগা, মন্হি লাগা,
বীচ্মে কছু নহি দাগরে।
মীরাকে প্রভু গিরধর নাগর
ভবভয় মেরা ভাগারে॥
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর [স্বরবিতান পঞ্চম খণ্ড (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ)]।
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চম (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ)-এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
রাগ: খাম্বাজ। অঙ্গ: টপ্পা। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।। পৃষ্ঠা: ৫৫]।
রাগ: পীলু, খাম্বাজ। তাল: কাহারবা, ঢালা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ৯৭।
গ্রহস্বর : পণা।
লয় : মধ্য।