বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
তুমি কোন্ পথে
যে এলে পথিক,
পাঠ
ও পাঠভেদ:
তুমি কোন্ পথে যে এলে পথিক, আমি দেখি নাই তোমারে।
হঠাৎ স্বপন-সম দেখা দিলে বনেরই কিনারে॥
ফাগুনে যে বাণ ডেকেছে মাটির পাথারে।
তোমার সবুজ পালে লাগল হাওয়া, এলে জোয়ারে।
ভেসে এলে জোয়ারে― যৌবনের জোয়ারে॥
কোন্ দেশে যে বাসা তোমার কে জানে ঠিকানা।
কোন্ গানের সুরের পারে তার পথের নাই নিশানা।
তোমার সেই দেশেরই তরে আমার মন যে কেমন করে―
তোমার মালার গন্ধে তারি আভাস আমার প্রাণে বিহারে॥
পাণ্ডুলিপির পাঠ: [পাণ্ডুলিপি RBVBMS_101 (iii)] [নমুনা]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
ফাল্গুন ১৩২২ বঙ্গাব্দ(মার্চ ১৯১৬ খ্রিষ্টাব্দ)।
গানটি রবীন্দ্রনাথের ৫৪ বৎসর
৯ মাস বয়সের রচনা।
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর। [স্বরবিতান ষোড়শ (১৬, গীতপঞ্চাশিকা) খণ্ড (আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ)]
সুর ও তাল:
স্বরবিতান ষোড়শ (১৬, গীতপঞ্চাশিকা) খণ্ডে (আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।|
অঙ্গ: কীর্তন। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।। পৃষ্ঠা: ৫৫]।
অঙ্গ: কীর্তন। তাল: দাদরা।[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ৯৭।
গ্রহস্বর- না।
লয়- মধ্য।