বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
মম অন্তর উদাসে
পাঠ ও পাঠভেদ:
মম অন্তর উদাসে
পল্লবমর্মরে কোন্ চঞ্চল বাতাসে॥
জ্যোৎস্নাজড়িত নিশা ঘুমে-জাগরণে-মিশা
বিহ্বল আকুল কার অঞ্চলসুবাসে॥
থাকিতে না দেয়
ঘরে, কোথায় বাহির করে
সুন্দর সুদূরে কোন্ নন্দন-আকাশে।
অতীত দিনের পারে স্মরণসাগর-ধারে
বেদনা লুকানো কোন্ ক্রন্দন-আভাসে॥
পাণ্ডুলিপির পাঠ: পাণ্ডুলিপি গানটি পাওয়া যায় নি।
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
১৯১১ খ্রিষ্টাব্দ। বোলপুর।
[স্বরবিতান
ষোড়শ
(১৬,
গীতপঞ্চাশিকা)
খণ্ডের
(আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ)]
গানটি রবীন্দ্রনাথের
৫০
বৎসর বয়সের রচনা।
সুর ও তাল:
স্বরবিতান ষোড়শ (১৬, গীতপঞ্চাশিকা) খণ্ডের (আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ) স্বরলিপিতে গানটির রাগ-তালের কোন নাম উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪।৪।৪ মাত্রা ছন্দে ত্রিতাল তালে নিবদ্ধ।
রাগ- সাহানা। তাল- ত্রিতাল। [সূত্র : গীতবিতান কালানুক্রমিক সূচী/প্রভাতকুমার মুখোপাধ্যায়]
রাগ: সাহানা। তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] । পৃষ্ঠা: ৭২।
গ্রহস্বর-সা।
লয়-মধ্য।