বিষয়: রবীন্দ্রসঙ্গীত
গান সংখ্যা:
শিরোনাম: ধরণীর গগনের মিলনের ছন্দে
পাঠ ও পাঠভেদ:
ধরণীর গগনের মিলনের ছন্দে
বাদলবাতাস মাতে মালতীর গন্ধে॥
উৎসবসভা-মাঝে শ্রাবণের বীণা বাজে,
শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে॥
দুই কূল আকুলিয়া অধীর বিভঙ্গে
নাচন উঠিল জেগে নদীর তরঙ্গে।
কাঁপিছে বনের হিয়া বরষনে মুখরিয়া,
বিজলি ঝলিয়া ওঠে নবঘনমন্দ্রে॥
পাণ্ডুলিপির পাঠ: MS.No.464
শেষ বর্ষণ (৩০ ভাদ্র ১৩৩২ বঙ্গাব্দ) অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত পুস্তিকায় মুদ্রিত গানের তালিকায় রয়েছে। নাট্যাচার্যের গান।
ঋতুউৎসব, শেষ বর্ষণ (১৩৩৩ বঙ্গাব্দ) গ্রন্থাকারে প্রকাশিত। নাট্যাচার্যের গান।
গীতমালিকা প্রথম খণ্ড (১৩৩৩ বঙ্গাব্দ)। অনাদিকুমার দস্তিদার-কৃত স্বরলিপিসহ-সহ মুদ্রিত।
শ্রাবণগাথা (শ্রাবণ ১৩৪১ বঙ্গাব্দ)। নাট্যাচার্যের গান।
স্বরবিতান ত্রিংশ (৩০, গীতমালিকা প্রথম খণ্ড) খণ্ডে (চৈত্র ১৪১৪ বঙ্গাব্দ) গৃহীত মূল স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ২।২ মাত্রা ছন্দের তালে নিবদ্ধ।
রাগ: গৌড় মল্লার। তাল: ২+২ ছন্দ। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬০
গ্রহস্বর: র্সা।
লয়: দ্রুত।