আজি শ্রাবণঘনগহন মোহে গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে, সবার দিঠি এড়ায়ে এলে॥
প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি,
নিলাজ নীল আকাশ ঢাকি নিবিড় মেঘ কে দিল মেলে॥
কূজনহীন কাননভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে- একেলা কোন্ পথিক তুমি পথিকহীন পথের ’পরে।
হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম- সমুখ দিয়ে স্বপনসম যেয়ো না মোরে হেলায় ঠেলে ॥
অষ্টম খণ্ড [ ইন্ডিয়ান প্রেস ১৩২৩ ]
কেতকী (শ্রাবণ ১৩২৬ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
গান
ইন্ডিয়ান প্রেস ১৩১৬
ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১
গীতবিতান
প্রথম
খণ্ড প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
প্রকৃতি
(উপ-বিভাগ : বর্ষা -৬৯)
পর্যায়ের ৯৪ সংখ্যক গান।
গীতলিপি (৩য় ভাগ) (১৯১০-১৯১৮ সাল)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপধ্যায় -কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
গীতাঞ্জলি
(ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩১৭)
বিশ্বভারতী ১৩৩০
গীতিচর্চ্চা (বিশ্বভারতী ১৩৩২)