বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজি শ্রাবণঘনগহন মোহে গোপন তব চরণ ফেলে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
প্রকৃতি:
৯৪। উপ-বিভাগ
:
বর্ষা-৬৯
আজি
শ্রাবণঘনগহন মোহে গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে, সবার দিঠি এড়ায়ে এলে॥
প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি,
নিলাজ নীল আকাশ ঢাকি নিবিড় মেঘ কে দিল মেলে॥
কূজনহীন কাননভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে-
একেলা কোন্ পথিক তুমি পথিকহীন পথের ’পরে।
হে
একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম-
সমুখ
দিয়ে স্বপনসম যেয়ো না মোরে হেলায় ঠেলে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
[RBVBMS 358]
[নমুনা]
- পাঠভেদ: নাই
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের RBVBMS 358
পাণ্ডুলিপিতে গানটির সাথে স্থান ও
তারিখ উল্লেখ আছে 'বোলপুর'।
উল্লেখ্য,
১৩১৬
বঙ্গাব্দের ২৬ আষাঢ়, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে কলকাতায় আসেন। ২৬শে
আষাঢ়ের পূর্বে শান্তিনিকেতনে তিনি মোট চারটি গান রচনা করেন। পরে এই গানগুলো
'গীতাঞ্জলি'-তে অন্তর্ভুক্ত হয়। গীতাঞ্জলির সূত্রে প্রাপ্ত তারিখ
অনুসারে, এই গানটি রচনার তারিখ পাওয়া যায় আষাঢ়
১৩১৬
বঙ্গাব্দ। এই সময়
রবীন্দ্রনাথের বয়স
রবীন্দ্রনাথের ৪৮ বৎসর
২ মাস বয়সের রচনা।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
কাব্যগ্রন্থ
-
কেতকী
(শ্রাবণ ১৩২৬ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
-
গান
-
গীতবিতান
-
প্রথম
খণ্ড প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
প্রকৃতি
(উপ-বিভাগ : বর্ষা-৬৯)
পর্যায়ের ৯৪ সংখ্যক গান।
-
গীতলিপি (৩য় ভাগ) (১৯১০-১৯১৮ সাল)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপধ্যায় -কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
-
গীতাঞ্জলি
-
গীতিচর্চ্চা (বিশ্বভারতী ১৩৩২)
-
সংগীত গীতাঞ্জলী
(১৩৩৪ বঙ্গাব্দ), ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
-
স্বরবিতান
একাদশ
(১১,
কেতকী)
খণ্ডের (আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ)
৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৭-১৮।
-
পত্রিকা:
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
-
দিনেন্দ্রনাথ ঠাকুর
[স্বরবিতান
একাদশ
(১১,
কেতকী)
খণ্ডের (আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ)
-
সুরেন্দ্রনাথ
বন্দ্যোপধ্যায় [গীতলিপি
৩য় ভাগে
(১৯১০-১৯১৮ সাল)]
-
ভীমরাও শাস্ত্রী। সংগীত
গীতাঞ্জলীতে (১৩৩৪ বঙ্গাব্দ)
- সুর ও তাল:
-
স্বরবিতান
একাদশ
(১১,
কেতকী) খণ্ডে
(আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ)
গৃহীত মূল স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি
৩।২
মাত্রা ছন্দে
ঝম্পক
তালে নিবদ্ধ।
-
রাগ: গৌড় মল্লার।
তাল:
ঝম্পক
।
[ [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৭]।
-
রাগ: মেঘ,
মল্লার।
তাল:
ঝম্পক
। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫২]
গ্রহস্বর:
সা।
লয়: মধ্য।