বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
ঘোরা রজনী, এ মোহঘনঘটা
পাঠ ও পাঠভেদ:
৩৯
ঘোরা রজনী, এ মোহঘনঘটা—
কোথা গৃহ হায়। পথে ব’সে॥
সারাদিন করি’ খেলা, খেলা যে ফুরাইল- গৃহ চাহিয়া প্রাণ কাঁদে॥
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (মজুমদার লাইব্রেরি ১৩১০)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী কানেড়া-তাল কাওয়ালি। পৃষ্ঠা: ৪৫৮] [নমুনা]
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী কানেড়া-তাল কাওয়ালি। পৃষ্ঠা: ৩৮৬। [নমুনা: ৩৮৬]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)
প্রথম খণ্ড (বিশ্বভারতী, ১৩৩৮)
প্রথম খণ্ড (বিশ্বভারতী, ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। 'পূজা ও প্রার্থনা' পর্যায়ের ৩৯ সংখ্যক গান।
স্বরবিতান পঞ্চচত্বারিংশ (৪৫) খণ্ডের ১৩ সংখ্যক গান। পৃষ্ঠা : ৩২।
মূল গান: বাজে ঝনন মোরে পায়েলিয়া [কানাড়া। ত্রিতাল]
[রবীন্দ্রসঙ্গীতের ত্রিবেণী সংগম।
ইন্দিরাদেবী]
স্বরলিপি:
স্বরলিপিকার:
সুর ও তাল: