ঘোরা রজনী, এ মোহঘনঘটা —
কোথা গৃহ হায়। পথে ব’সে ॥
সারাদিন করি’ খেলা, খেলা যে ফুরাইল- গৃহ চাহিয়া প্রাণ কাঁদে ॥
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী কানেড়া-তাল কাওয়ালি। পৃষ্ঠা: ৩৮৬। [নমুনা] *গানটি বিবিধ অংশের ১০২ পৃষ্ঠায় এবং ব্রহ্মসঙ্গীত অংশের ৩৮৫ পৃষ্ঠা সহ মোট দুটি স্থানে মুদ্রিত হয়েছে।
প্রথম খণ্ড (বিশ্বভারতী, ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। 'পূজা ও প্রার্থনা' পর্যায়ের ৩৯ সংখ্যক গান।