বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
তব প্রেম সুধারসে মেতেছি,
পাঠ ও পাঠভেদ:
তব প্রেম সুধারসে মেতেছি,
ডুবেছে মন ডুবেছে॥
কোথা কে আছে নাহি জানি-
তোমার মাধুরীপানে মেতেছি, ডুবেছে মন ডুবেছে॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থাবলী (আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩), ব্রহ্মসঙ্গীত।
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। রাগিণী পরজ- তাল কাওয়ালি।
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী পরজ। তাল কাওয়ালি। পৃষ্ঠা: ২৮২। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)
গীতবিতান
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা ৪২।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)। পরজ-কাওয়ালি। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান ষড়বিংশ
(২৬) খণ্ডের ১৮ সংখ্যক গান।
পৃষ্ঠা ৩৯-৪০।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান।
মূল গান: কারি কারি কামলিয়া গুরুজী
মোহে মোল লে দে॥
রাম জপনোকো মালা লে দে
পানি পিবন কো তোঁবরিয়া গুরুজ॥
সূত্র: রবীন্দ্রসঙ্গীতের ভাঙাগানের উৎস সন্ধানে। প্রথম খণ্ড। সুনির্মল ভট্টাচার্য। বঙ্গীয় সঙ্গীত পরিষদ। ১৫ এপ্রিল ২০১৩]
সুর ও তাল: