বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আজি হেরি সংসার অমৃতময়।
পাঠ ও পাঠভেদ:
৪৪
আমারেও করো মার্জনা।
আমারেও দেহো, নাথ, অমৃতের কণা॥
গৃহ ছেড়ে পথে এসে বসে আছি ম্লানবেশে,
আমারো হৃদয়ে করো আসন রচনা॥
জানি আমি, আমি তব মলিন সন্তান-
আমারেও দিতে হবে পদতলে স্থান।
আপনি ডুবেছি পাপে, কাঁদিতেছি মনস্তাপে-
শুন গো আমারো এই মরমবেদনা॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী ভৈরোঁ, তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৪৫৬][নমুনা]
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী ভৈরোঁ, তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ২৬৬। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০)
গীতবিতান।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা পর্যায়ের ৪৪ সংখ্যক গান।
স্বরবিতান পঞ্চচত্বারিংশ (৪৫) খণ্ডের ৬ সংখ্যক গান। পৃষ্ঠা : ১৭-১৮।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (বৈশাখ ১২৯৩)। নববর্ষের গান। ভৈঁরো-ঝাঁপতাল। পৃষ্ঠা: ২০। [নমুনা]