বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
ফিরো না
ফিরো না আজি- এসেছ দুয়ারে।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
পূজা
ও প্রার্থনা:
৪৫
ফিরো না
ফিরো না আজি- এসেছ দুয়ারে।
শূন্য
প্রাণে কোথা যাও শূন্য সংসারে॥
আজ
তাঁরে যাও দেখে, হৃদয়ে আনো গো ডেকে-
অমৃত
ভরিয়া লও মরমমাঝারে॥
শুষ্ক
প্রাণ শুষ্ক রেখে কার পানে চাও।
শূন্য
দুটো কথা শুনে কোথা চলে যাও।
তোমার
কথা তাঁরে কয়ে তাঁর কথা যাও লয়ে-
চলে যাও
তাঁর কাছে রাখি আপনারে॥
- পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
- পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
- সুর ও তাল:
-
রাগ: রামকেলী। তাল: ত্রিতাল
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৬
- রাগ: যোগিয়া (।
তাল: ত্রিতাল।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।
পৃষ্ঠা: ১১৫]