বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা : 
শিরোনাম: 
      
				
				জয় রাজরাজেশ্বর! জয় অরূপসুন্দর!
পাঠ ও পাঠভেদ:
জয় রাজরাজেশ্বর! জয় অরূপসুন্দর!
জয় প্রেমসাগর! জয় ক্ষেম-আকর!
তিমিরতিরঙ্কর হৃদয়গগনভাস্কর॥
তথ্যানুসন্ধান
		
		ক. 
			রচনাকাল ও স্থান: 
		খ. প্রকাশ ও 
		গ্রন্থভুক্তি 
		গ্রন্থ:
		 
		কাব্যগ্রন্থ
		অষ্টমখণ্ড (মজুমদার 
		লাইব্রেরি, ১৩১০) 
	
	
			
		
			কাব্যগ্রন্থাবলী 
				
				[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। 
		রাগিণী ভূপালী- তালফেরতা। 
			পৃষ্ঠা: ৪৬৫] 
			[নমুনা] 
			
			প্রথম সংস্করণ 
		 [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। 
রাগিণী ভূপালী- 
			তালফেরতা। পৃষ্ঠা ২৫৮][নমুনা] 
			
		
			
				
			
	দ্বিতীয় সংস্করণ
				[ইন্ডিয়ান প্রেস। ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী ভূপালী- তালফেরতা। পৃষ্ঠা: ২৮০] [নমুনা] 
		গানের বহি ও বাল্মীকি প্রতিভা 
		(আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০) 
			
			প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
			[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮,
			কাব্য-গ্রন্থাবলী 
					(১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। 
					পৃষ্ঠা: ১৭২]
			
			[নমুনা] 
			অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ 
		(বিশ্বভারতী ১৩৮০)। 
			পূজা ও প্রার্থনা' পর্যায়ের ৫৩ সংখ্যক 
		গান।
		
		
		
		
			
			
			
 
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: গানটির স্বরলিপি পাওয়া যায় নি।