বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা : 
শিরোনাম: 
আইল শান্ত সন্ধ্যা, গেল অস্তাচলে শ্রান্ত তপন
পাঠ ও পাঠভেদ:
আইল শান্ত সন্ধ্যা, গেল অস্তাচলে শ্রান্ত তপন॥
নমো স্নেহময়ী মাতা, নমো সুপ্তিদাতা,
নমো অতন্দ্র জাগ্রত মহাশান্তি॥
তথ্যানুসন্ধান
		
		ক. 
			রচনাকাল ও স্থান:  
রবীন্দ্রনাথের ৩৬ 
বৎসর বয়সের রচনা।  
[সূত্র : গীতবিতান কালানুক্রমিক সূচী/প্রভাতকুমার মুখোপাধ্যায়] 
		খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি: 
		গ্রন্থ:
		 
		
		
		গীতবিতান 
		
		 -এর 
		
		পূজা ও প্রার্থনা 
		পর্যায়ের ৫৭ সংখ্যক গান।
 
স্বরবিতান পঞ্চচত্বারিংশ (৪৫) খণ্ডের 
প্রথম গান। 
পৃষ্ঠা ৫-৬। 
		
		পত্রিকা: 
		বীণাবাদিনী (ভাদ্র, ১৩০৫ বঙ্গাব্দ)।
		
		
		
		
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান: এটি একটি ভাঙা গান
শ্রীরাগ। চৌতাল
ভাওয়েরি ভস্ম অঙ্গ, গলে রুণ্ডমালা,
আসন দৃঢ়॥
নম শঙ্কর, নম শম্ভু, নম ভস্ম তারে,
           
করে ত্রিশূল শোভত, জটা গঙ্গা॥
                    
[জ্যোতিরিন্দ্রনাথ সংগৃহীত]
দ্র: রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ২৩-২৪
স্বরলিপিকার: অনুল্লেখিত।
সুর ও তাল:
রাগ-শ্রীরাগ। তাল-চৌতাল। স্বরবিতান-৪৫
ব্রহ্মসঙ্গীত।
গ্রহস্বর-সা।
লয়-মধ্য।