বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
গভীর
রাতে ভক্তিভরে কে জাগে আজ, কে জাগে।
পাঠ ও পাঠভেদ:
গভীর রাতে ভক্তিভরে কে জাগে আজ, কে জাগে।
সপ্ত ভুবন আলো করে লক্ষ্মী আসেন, কে জাগে।
ষোলো কলায় পূর্ণ শশী, নিশার আঁধার গেছে খসি-
একলা ঘরের দুয়ার-’পরে কে জাগে আজ, কে জাগে।
ভরেছ কি ফুলের সাজি। পেতেছ কি আসন আজি।
সাজিয়ে অর্ঘ্য পূজার তরে কে জাগে আজ, কে জাগে।
আজ যদি রোস্ ঘুমে মগন চলে যাবে শুভলগন,
লক্ষ্মী এসে যাবেন স’রে- কে জাগে আজ, কে জাগে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের
পাণ্ডুলিপি MS_110-তে
গানটি পাওয়া যায়।
[দেখুন:
পাণ্ডুলিপি]
গ্রন্থ:
গীতবিতানের পূজা ও প্রার্থনা পর্যায়ের ৭১ সংখ্যক গান।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: স্বরলিপি নাই।
সুর ও তাল:
রাগ : কানাড়া (সুর অজ্ঞাত) [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৪৮।
রাগ : কানাড়া। তাল: একতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৮৭।