বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে যাক
মিথ্যার জাল
পাঠ ও পাঠভেদ:
যাওয়া আসারই এই কি খেলা
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১১ ফাল্গুন ১৩২৯ বঙ্গাব্দ, শান্তিনিকেতন। [সূত্র: স্বরবিতান ত্রিষষ্টিতম (৬৩) খণ্ড (মাঘ ১৪১২ বঙ্গাব্দ)]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৮০) পর্যায়: পূজা ও প্রার্থনা : ৭৮, পৃষ্ঠা: । [নমুনা: ]
স্বরবিতান ত্রিষষ্টিতম (৬৩) খণ্ডের (মাঘ ১৪১২ বঙ্গাব্দ) ৪ সংখ্যক গান। পৃষ্ঠা ১৪।
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের কালানুক্রম:
স্বরলিপিকার:
সাহানা দেবী।
[
সাহানা দেবী-কৃত
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান ত্রিষষ্টিতম (৬৩) খণ্ডের (মাঘ ১৪১২ বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩/৩ মাত্রা ছন্দে নিবদ্ধ।
রাগ : আশাবরী-টপ্পা। তাল: মুক্তছন্দ। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৫।
রাগ : গান্ধারী। তাল: ঢালা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩০।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: পমা।
লয়: মধ্য।