বিষয়: রবীন্দ্রসঙ্গীত
গান সংখ্যা:
শিরোনাম: বুঝি ওই সুদূরে ডাকিল মোরে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর পাঠ:
বুঝি ওই সুদূরে ডাকিল মোরে
নিশীথেরই সমীরণ হায়– হায়॥
মম মন হল উদাসী, দ্বার খুলিল–
বুঝি খেলারই বাঁধন ওই যায়॥
-
পাণ্ডুলিপির পাঠ:
নাই
-
পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
-
খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
গীতবিতানের পূজা
ও প্রার্থনা পর্যায়ের ৭৯ সংখ্যক গান।
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
ভাঙা গান: মূল গান। নরমা কাহ্নাইয়া
-
স্বরলিপি:
-
স্বরলিপিকার:
-
সুর ও তাল:
- রাগ: পিলু-বারোয়াঁ।
তাল: ঠুংরি, মুক্ত ছন্দ [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা।
সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা:
৭০]।
- রাগ: পিলু।
তাল: ঢালা
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১,পৃষ্ঠা:
১২১।