॥শুভ্র প্রভাতে
পূর্বগগনে উদিল
কল্যাণী শুকতারা॥
তরুণ অরুণরশ্মি
ভাঙে অন্ধতামসী
রজনীর কারা
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: চৈত্র ১৩৩৭ বঙ্গাব্দ।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩), পর্যায়: পূজা ও প্রার্থনা ৮৩, পৃষ্ঠা: । [নমুনা]
স্বরবিতান পঞ্চপঞ্চাশত্তম (৫৫) (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩)
খণ্ডের ১১ সংখ্যক গান, পৃষ্ঠা ৩৫-৩৭।
রেকর্ডসূত্র: হিন্দুস্থান রেকর্ড, শিল্পী: সাবিত্রী দেবী (গোবিন্দ কৃষ্ণণ), রেকর্ড নম্বর: H 18 [সূত্র: রেকর্ডে রবীন্দ্রসংগীত, সিদ্ধার্থ ঘোষ, ইন্দিরা সংগীত-শিক্ষায়তন, পৃষ্ঠা ৫৫।]
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
ভাঙা গান:
এটি
একটি ভাঙা গান।
মূল গান:
প্রেম ভায়ৈ
জীব জগিয়া নটলা
এ কঠী রস প্যারা।
সষরা কিরণ রঙ্গ।
দাবে ইন্দ্র ধনুষী জন নয়নারা॥
[সূত্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা
(তৃতীয় খণ্ড), শ্রীপ্রফুল্লকুমার দাস, সুরঙ্গমা কলিকাতা,
২৬ বৈশাখ, ১৩৬৭, পৃষ্ঠা ১০০]
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার:
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চাশত্তম খণ্ডে (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
রাগ : আশাবরী। তাল : মুক্তছন্দ। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৮।
রাগ: দক্ষিণী (জৌনপুরী)। তাল: ঢালা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৬।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: সা।
লয়: