বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ওই রে তরী দিল খুলে।
পাঠ ও পাঠভেদ:
ওই রে তরী দিল খুলে।
তোর বোঝা কে নেবে তুলে ?।
সামনে যখন যাবি ওরে থাক্-না পিছন পিছে পড়ে-
পিঠে তারে বইতে গেলি, একলা পড়ে রইলি কূলে ॥
ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটে রাখলি এনে-
তাই যে তোরে বারে বারে ফিরতে হল, গেলি ভুলে।
ডাক্ রে আবার মাঝিরে ডাক্, বোঝা তোমার যাক ভেসে যাক-
জীবনখানি উজাড় করে সঁপে দে তার চরণমূলে ॥
[পাণ্ডুলিপি 357]
[পাণ্ডুলিপি 478]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ) কৈশোরক-১। পৃষ্ঠা : ১-২।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা (উপ-বিভাগ : বিবিধ-১০২) পর্যায়ের ৪৭৭ সংখ্যক গান। এবং পরিশিষ্ট-২-এর 'পরিশোধ' নাট্যগীতি অংশে শ্যামার গান।
গীতলিপি চতুর্থ ভাগ (১৯১১ খ্রিষ্টাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
গীতাঞ্জলি (শ্রাবণ ১৩১৭ বঙ্গাব্দ)। ৬৯ সংখ্যক গান। রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ৫৭।
সঙ্গীত গীতাঞ্জলি (১৯২৭ খ্রীষ্টাব্দ)। ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান সপ্তত্রিংশ (৩৭) খণ্ডের ৩০ সংখ্যক গান। পৃষ্ঠা ৯০-৯১।
পত্রিকা:
প্রবাসী (কার্তিক ১৩৪৩ বঙ্গাব্দ)। পরিশোধ তৃতীয় দৃশ্য। শ্যামার গান।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
ভীমরাও শাস্ত্রী। সঙ্গীত গীতাঞ্জলি
সুর ও তাল:
রাগ-ভৈরবী। তাল-রূপকড়া। স্বরবিতান-৩৭
রাগ: ভৈরবী। তাল: রূপকড়া [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৪০।]
রাগ: ভৈরবী। তাল: রূপকড়া [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৪]
গ্রহস্বর-দ। লয়-মধ্য।