বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এ মণিহার আমায় নাহি সাজে
পাঠ ও পাঠভেদ:
এ মণিহার আমায় নাহি সাজে-
এরে পরতে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে ॥
কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে-
ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে ॥
তাই তো বসে আছি,
এ হার তোমায় পরাই যদি তবেই আমি বাঁচি।
ফুলমালার ডোরে বরিয়া লও মোরে-
তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে ॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 229 [নমুনা]
ভাবসন্ধান: ১৩২০ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ লণ্ডনে থাকাকালীন সময়ে ৮ ভাদ্র তারিখে তিনটি গান রচনা করেছিলেন। এই গান তিনটি হলো- 'তোমারি নাম বলব নানা ছলে', 'অসীম ধন তো আছে তোমার', 'এ মণিহার আমায় নাহি সাজে'। এর ভিতরে 'এ মণিহার আমায় নাহি সাজে' গানটিতে- সমকালীন পারিপার্শ্বিক অবস্থার ভিতরে তিনি কতটা অস্থির হয়ে উঠেছিলেন, তাই ফুটে উঠেছে । সে সময়ে- নানাজনের সম্বর্ধনা ও আমন্ত্রণের উৎপীড়নে তিনি কিছুটা অস্থির হয়ে পড়েছিলেন। চারদিক থেকে যে সম্মান তিনি পেয়েছেন- তাঁর কাছে মনে হয়েছে- সেসব তাঁর প্রাপ্য নয়, সবই তাঁর পরমস্রষ্টার। আর এ সবের উৎপীড়ন- তিনি পরম করণীয় কাজ করতে পারছেন না, এ কথা স্পষ্ট হয়ে উঠে - 'ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে' -এ পংক্তিতে। তিনি এর থেকে বাঁচতে চেয়েছেন- যাঁর প্রাপ্য তাঁকে দিয়ে। তাই সঞ্চারীতে দেখি তিনি সেই পরমস্রষ্টাকে বলছেন- 'এ হার তোমায় পরাই যদি তবেই আমি বাঁচি'।
পাঠভেদ: পাঠভেদ আছে। স্বরবিতান-৪১'এর ৮১ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদ অনুসারে নিচে পাঠভেদ দেখানো হলো।
এরে পরতে গেলে লাগে ...
তবেই আমি বাঁচি : স্বরলিপি, গীতলেখা ৩ (১৩২৭)
প'রতে গেলে লাগে ...
তবে আমি বাঁচি : গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ৮ ভাদ্র ১৩২০ বঙ্গাব্দ। [২৪ আগষ্ট ১৯১৩ খ্রিষ্টাবব্দ] । Cheyne Walk, London। রবীন্দ্রনাথের ৫২ বৎসর ৪ মাস বয়সের রচনা।
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ)।
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৪৮ বঙ্গাব্দ)।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পূজা (উপ-বিভাগ : বিবিধ-১১৪) পর্যায়ের ৪৮৯ সংখ্যক গান।
গীতলেখা তৃতীয় ভাগ (১৩২৭ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
গীতিমাল্য
ইন্ডিয়ান পাবলিশিং হাউস (১৩২১ বঙ্গাব্দ)।
বিশ্বভারতী ১৩২৪
৩৪ সংখ্যক গান। রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা : ১৬১।
স্বরবিতান একচত্বারিংশ (৪১) খণ্ডের ষষ্ঠ গান। পৃষ্ঠা ১৯-২০।
পত্রিকা:
আনন্দসঙ্গীত পত্রিকা (পৌষ ১৩২০ বঙ্গাব্দ)। ইন্দিরাদেবী-স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
প্রবাসী (পৌষ ১৩২০ বঙ্গাব্দ)। শিরোনাম-'মণিহার'
ভারতী (পৌষ ১৩২০ বঙ্গাব্দ)। শিরোনাম-'গান'।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর। [স্বরলিপিটি গীতলেখা তৃতীয় ভাগ থেকে স্বরবিতান-৪১-এ গৃহীত হয়েছে। ]
ইন্দিরাদেবী । আনন্দসঙ্গীত
সুর ও তাল:
স্বরবিতান-৪১-তে গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩।৩।৩ মাত্রাছন্দে 'একতাল'-এ নিবব্ধ।
রাগ: ইমন। তাল: একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৭।]
গ্রহস্বর-গা। লয়-মধ্য।